kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাহুবলে কার চাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

১৮ আগস্ট, ২০১৯ ২২:২০ | পড়া যাবে ২ মিনিটেবাহুবলে কার চাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিশেষে মোটর সাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। রবিবার বিকেল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, পুলিশ সদস্য আশরাফুল ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ঈদের ছুটি কাটিয়ে তিনি মোটর সাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মুগকান্দি নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়।
বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আশরাফুলের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সহকর্মী ও বন্ধু সাহাবুদ্দিন সাগর জানান, আশরাফুল ইসলাম অবিবাহিত ছিলেন। ২০১৬ সালে পুলিশ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদান করেন। পরিবারের সবার ছোট আশরাফুল ছিলেন শান্ত স্বভাবের। তার মৃত্যুতে স্বজন ও বন্ধুরা ভেঙ্গে পড়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা