kalerkantho

ট্রেন লাইনচ্যুত, খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

১৮ আগস্ট, ২০১৯ ২১:০২ | পড়া যাবে ১ মিনিটেট্রেন লাইনচ্যুত, খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ফাইল ফটো

রবিবার রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬ ডাউন ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হয়েছে। ফলে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ কালের কণ্ঠকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেন কোটচাঁদপুর স্টেশন থেকে ১ কিলোমিটার পথ যাওয়ার পর ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। 

তিনি বলেন, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট উপর মহলকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলেই এখন থেকে ৬/৭ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা পূনরায় চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

মন্তব্যসাতদিনের সেরা