kalerkantho

মাছের সঙ্গে শত্রুতা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৮ আগস্ট, ২০১৯ ২০:১৮ | পড়া যাবে ২ মিনিটেমাছের সঙ্গে শত্রুতা

গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে লক্ষাধিক শিং মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে চরম ক্ষতির শিকার হয়েছেন ওই গ্রামের খোকন মিয়া। এ ঘটনায় মৎস্য চাষী খোকন চরমভাবে ভেঙে পড়েছেন।

আজ রবিবার বিকেলে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, সকালে পুকুরের কাছে গিয়ে দেখতে পান শিং মাছসহ অন্যান্য বিভিন্ন জাতের মাছ পানিতে ভাসছে। প্রথমে তিনি মনে করেন অক্সিজেনের অভাবে এ অবস্থা হয়েছে। পরে পরীক্ষা করে দেখতে পান পানিতে বিষের উৎকট গন্ধ। হয়তো দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করেছে।

খোকন জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক লাখ শিং মাছের পোনা ছাড়া হয়। প্রতিটি পোনা ১ টাকা ধরে পুকুরে ছেড়েছিলেন। তিন মাস বয়সের মাছগুলি আর কয়েক দিন পর বাজারজাত করার উপযোগী হতো। এখন এসব মাছ মরে যাওয়ায় ঋণের অর্থ পরিশোধ করা নিয়ে খোকনকে বিলাপ করতে দেখা গেছে।

খোকন আরো বলেন, দোকান থেকে বাকীতে খাদ্য এনে মাছগুলিকে খাইয়েছি। এখন কিভাবে সেই ঋণ পরিশোধ করব। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

মন্তব্যসাতদিনের সেরা