kalerkantho

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আকলিমার মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৯ ০৭:৪৭ | পড়া যাবে ২ মিনিটেগাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আকলিমার মৃত্যু

গাজীপুর মহানগরীর সালনার কাথোরা এলাকার একটি বাড়িতে গতকাল শনিবার ভোরে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে আকলিমা খাতুন (৫০) মারা গেছেন। এখনো দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার (৫০) মৃত্যু হয়।

তিনি সাংবাদিকদের বলেন, রাত পৌনে ৮টার দিকে তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শ্বশুরের অবস্থাও আশঙ্কাজনক।

গতকালেরর বিস্ফোরণে দগ্ধরা হলেন গৃহকর্তা ইয়াকুব আলী মণ্ডল (৬০), তাঁর স্ত্রী আকলিমা খাতুন (মৃত) ও গৃহকর্তার শ্বশুর নূর মোহাম্মদ (৮০)।

কিভাবে বিস্ফোরণ ঘটেছে, তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস জমে অথবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে বেড়াতে নূর মোহাম্মদ আগের দিন মেয়েজামাইয়ের বাড়িতে আসেন। ভোরে একতলা বাড়ির ইয়াকুব আলী মণ্ডলের শয়নকক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ওই বাসার তিনজন দগ্ধ হন এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর চিকিত্সকদের বরাত দিয়ে জানান, ইয়াকুব আলী মণ্ডলের পুরো শরীর পুড়ে গেছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক। শ্বশুর নূর মোহাম্মদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেলেও তিনি শঙ্কামুক্ত।

মন্তব্যসাতদিনের সেরা