kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০১৯ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মোকারম হোসেন মিলন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলা ভাউলার হাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন ওই এলাকার বাচ্চু হোসেনের ছেলে।

নিহতের পিতা বাচ্চু হোসেন জানান, দীর্ঘদিন ধরে মানসিক ও মৃর্গী রোগে ভুগছিল মিলন। আজ শনিবার সকালে খাওয়া দাওয়া শেষে নিজের ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সে। পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে গলার দড়ি কেটে তার মৃতদেহ নামানো হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা