kalerkantho

১২ দিন ধরে নিখোঁজ পোশাক কর্মকর্তা বুলবুল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০১৯ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটে১২ দিন ধরে নিখোঁজ পোশাক কর্মকর্তা বুলবুল

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোস্তাফিজুর রহমান বুলবুল (৩৮) নামে পোশাক কম্পানির এক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। গত ৫ আগস্ট গাজীপুরের কর্মস্থলে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোস্তাফিজুর রহমান বুলবুল গাজীপুর সদরে স্টাইপ কাফ লিমিটেড নামে একটি পোশাক কম্পানির প্রডাকশন এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

দায়েরকৃত ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান বুলবুল গত ৫ আগস্ট ভোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে উপজেলার পুখুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। মোস্তাফিজুর রহমান বুলবুলের স্ত্রী পান্না বেগম দুপুরে স্বামীর খোঁজ নিতে ফোন দিয়ে নম্বরটি বন্ধ পান। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও বুলবুলের সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। এ ব্যাপারে বুলবুলের বড় ভাই মজিবর রহমান গত ১৫ আগস্ট গফরগাঁও থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, নিখোঁজ ব্যক্তিসহ যাদের সাথে তার যোগাযোগ ছিল তাদের মোবাইল নম্বর ট্র্যাকিং করে অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা