রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি
গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় তুরাগ নদে ডুবে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নৌকাযোগে পিকনিক থেকে ফেরার পথে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাজীব মিয়া (১৯) টাঙ্গাইলের মির্জাপুরের ভাওয়াল কুমারজানি এলাকার মো. আবুল মিয়ার ছেলে এবং মির্জাপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাজীবের বন্ধু আমির হামজা জানান, মির্জাপুর থেকে রাজীবসহ ৪৯ বন্ধু মঙ্গলবার সকালে তুরাগ নদপথে একটি নৌকায় করে ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পিকনিকে যায়। ফেরার পথে রাত ৯টার দিকে গাজীপুরের বাঘিয়া এলাকায় নৌকার ছাদ থেকে রাজীব নদীতে পড়ে যান।
সাঁতার জানলেও তিনি আর নদ থেকে উঠতে পারেননি। তাঁরা নদে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল খবর পেয়ে রাতে ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও রাজীবকে পায়নি। গতকাল বুধবার বিকেল পর্যন্ত ডুবুরিদলটি সন্ধান করছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাইফুল ইসলাম জানান, নদীতে প্রচুর স্রোত রয়েছে। মঙ্গলবার রাত থেকে তাঁরা রাজীবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য