kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

গফরগাঁওয়ে অটোবাইক চাপায় শিশু নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ২৩:৫৩ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে অটোবাইক চাপায় শিশু নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোচাপায় রিমি আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার বামনখালী গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন অটোবাইকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পাগলা থানা পুলিশ অটোবাইকটি থানায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার মাগরিবের নামাজের পূর্বে উপজেলার পাগলা থানাধীন বামনখালী গ্রামের আরমান খানের কন্যা শিশু রিমি আক্তার বাড়ির পাশের খান বাহাদুর ঈসমাইল সড়কে খেলা করার সময় ব্যাটারিচালিত অটোবাইক শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং আটক অটোবাইকটি থানায় নিয়ে যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। বেপরোয়া যানবাহনের কারণে গফরগাঁওয়ে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, অটোবাইকটি জব্দ করা হয়েছে। মামলার ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা