kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঘাটাইলে বরযাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ২২:৪৯ | পড়া যাবে ২ মিনিটেঘাটাইলে বরযাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত

ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে বরযাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের সাগরদিঘী ভূইয়া বাড়ি মোড়ে এ দুঘর্টনা ঘটে। সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সখিপুর উপজেলা থেকে টাঙ্গাইল-জ-১১-০০৯৭ নম্বরধারী বাস প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় আসে। বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার সময় ঘাটাইল-সাগরদিঘী সড়কের সাগরদিঘী ভূইয়া বাড়ি মোড়ে এলে  সড়কের খানা-খন্দের মধ্যে পড়ে বর-কনেসহ যাত্রীবাহী বাসটি সড়কের মধ্যেই উল্টে যায়। 

এ সময় নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়। আহতদের দ্রুত সাগরদিঘী পপুলার ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি দেখে গর্ভবতী এক নারীকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের সবার বাড়ি সখিপুর এলাকায়। পপুলার ক্লিনিকের ডাক্তার হেলাল মিয়া আহত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত বাস ড্রাইভার ইব্রাহীম মিয়া জানান, ভাঙা সড়কের কারণে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে না পারায় সড়কের মধ্যেই উল্টে যায়।

উল্লেখ্য, ঘাটাইল-সাগরদিঘী সড়কটি খানা-খন্দের সৃষ্টি হয়ে দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা