kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

লোহাগড়ায় ডিএমপি যুগ্ম কমিশনার নাজমুল বললেন

গুজব রটনাকারীদের প্রশাসনের কাছে সোপর্দ করুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ২০:৪৬ | পড়া যাবে ২ মিনিটেগুজব রটনাকারীদের প্রশাসনের কাছে সোপর্দ করুন

ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেছেন, গুজবে কান দেবেন না। গুজব রটানো হচ্ছে দেশকে অস্থীতিশীল করার হীন উদ্দেশ্যে। প্রশাসন সজাগ রয়েছে। আপনারা সবাই সচেতন। তাই গুজবে কান না দিয়ে গুজব রটনাকারীদের প্রশাসনের কাছে সোপর্দ করুন।

আজ বুধবার বিকেলে নড়াইলের লোহাগড়ার স্বপ্নবিথী পার্কে 'মানবিক নড়াইল' আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিন পিপিএম (বার), লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী যুবলীগ নেতা এসএম মিজানুর রহমান মিজান, হোমাইরা হক প্রমুখ।

ডিসি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু এখন আর আতঙ্ক নয়। সরকারের নিয়ন্ত্রণে ডেঙ্গুর উপযুক্ত চিকিৎসা হচ্ছে। তাই ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। ঘরের ভেতরসহ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু এমনিতেই বিদায় হবে।

এসপি তার বক্তব্যে বলেন, পদ্মা সেতুতে মাথা লাগে না। দেশে অরাজকতা সৃষ্টির জন্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আমরা সজাগ রয়েছি। গুজব ছড়ালে তাকে গ্রেপ্তার করা হবে।

পরে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়

মন্তব্যসাতদিনের সেরা