kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

গলাচিপায় ভিপি নূরের ওপর হামলা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ১৫:৩১ | পড়া যাবে ১ মিনিটেগলাচিপায় ভিপি নূরের ওপর হামলা

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নূরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নূরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু।

স্থানীয়রা জানান, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেন ভিপি নুর। বুধবার দশমিনা উপজেলার এক অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। উলানিয়াবাজার থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী ভিপি নুরের মোটরসাইকেল আটক করে। এ সময় তাকে একটি দোকানে নিয়ে মারধর করা হয়।

গলাচিপা থানার ওসি আকতার হোসেন জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

মন্তব্যসাতদিনের সেরা