kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

সুবিধাবঞ্চিত পথশিশুরা পেল কোরবানির মাংস

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ১৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেসুবিধাবঞ্চিত পথশিশুরা পেল কোরবানির মাংস

সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ভিলেজ ভিশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। 

সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি সনাতন দাশ, নারী নেত্রী জেসমিন আরা প্রমুখ।

উল্লেখ্য, ভিলেজ ভিশনের উদ্যোগে ৫০টি সুবিধাবঞ্চিত শিশু পরিবারের মধ্যে ৫ কেজি গরুর মাংস, সয়াবিন তেল ও মসলা বিতরণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা