kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুজন আহত হন। বুধবার বেলা ১২টায় নবাবগঞ্জ-পীরগঞ্জ রোড়ে গাজিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত আবেদ আলী উপজেলার গাজিপুর গ্রামের ইসমাঈল হোসেন এর ছেলে। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফুয়াদ হাসান (২৪) ও তার বাবা গোলাম রব্বানী (৫০)।

নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে আবেদ আলী ভ্যানযোগে বিনদনগর মেয়ের বাড়ি থেকে আসছিল। বাড়ির পাশে রাস্তায় ভ্যানচালককে ভাড়া দিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবেদ আলীর মৃত্য হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর ডাক্তার মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা