kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

নবাবগঞ্জে ৩০০ আমগাছ কাটল দূর্বৃত্তরা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৯ ১৩:০১ | পড়া যাবে ২ মিনিটেনবাবগঞ্জে ৩০০ আমগাছ কাটল দূর্বৃত্তরা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতির আমবাগানের ভিন্ন প্রজাতির ৩ শ আমের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পলিরামদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ নবাবগঞ্জ থানা একটি অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে বুধবার সকালে আমবাগানে গেলে দেখা যায়, ওই আমবাগানে সারি সারি আমগাছ মাথা নুয়ে পড়ে রয়েছে। গাছগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। বাগানের দক্ষিণ দিকে কিছু আমগাছ দাঁড়িয়ে আছে। বাগানের পাশে রুবেল মিয়া নামে এক কৃষক বলেন, গাছ কাটা আর মানুষ খুন করা একই কথা। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে কিন্তু গাছের সাথে এমন শত্রুতা করা ঠিক হয়নি।

বাগান মালিক শাহিনুর রহমান সবুজ জানান, পাঁচ একর জায়গা নিয়ে বাগানটির অবস্থান। বাগানে ৪ শ বিভিন্ন প্রজাতির আমগাছ ছিল। যেগুলোতে এবার আম এসেছিল। আমগাছগুলো বয়স প্রায় ৫ বছর হয়েছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ৩ শ বিভিন্ন প্রকার আমগাছগুলোকে কেটে ফেলেছে এটা আমার জানা নেই। তিনি বলেন, এর আগেও ওই বাগানের প্রায় ৭ শতাধিক আমগাছসহ বিভিন্ন প্রকার ফলদ গাছ কেটে ফেলেছিল দূর্বৃত্তরা।

নবাবাগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গাছ কাটার বিষয়ে এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা