kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

শীতলক্ষ্যা নদী থেকে নার্সের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ০৮:৪৫ | পড়া যাবে ১ মিনিটেশীতলক্ষ্যা নদী থেকে নার্সের মরদেহ উদ্ধার

ছবি প্রতীকী

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে  একজন নার্সের মরদেহ। মৃত সেই নারীর নাম নাজনীন আক্তার। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন।

জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জের জিন্দাপার্ক এলাকার গুরুদার মেয়ে।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাজনীন ‘নিজ বাড়ি চলে যাচ্ছি’ লিখে স্ট্যাটাস দিয়েছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল গণমাধ্যমকে নাজনীনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে নাজনীন স্ট্যাটাস দিয়েছিলেন ‘নিজ বাড়ি চলে যাচ্ছি’।

পরে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। পরে তদন্ত সাপেক্ষে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা