kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

চাঁদপুর শিশু পরিবারে অন্যরকম ঈদ আনন্দ

চাঁদপুর প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৯ ২৩:২৩ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুর শিশু পরিবারে অন্যরকম ঈদ আনন্দ

ঈদ আনন্দে মেতেছে চাঁদপুর শিশু পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দিনভর শহরের বাবুরহাট এলাকায় সরকারি শিশু আশ্রয় কেন্দ্রের প্রায় ২০০ শিশু এই আনন্দ আয়োজনে অংশ নেয়।

এ সময় তারা নেচে গেয়ে এবং নানা রকমের খেলাধুলায় মেতে ওঠে। শুধু তাই নয় ঈদের দিনের মতো মঙ্গলবারও শিশু পরিবারের সদস্যরা উপাদেয় এবং মুখরোচক নানা খাবারের স্বাদ গ্রহণ করে।

এদিন মৌসুমের টিপ টিপ বৃষ্টিও যেন শিশুদের আনন্দের সঙ্গে যোগ দিয়েছে। শিশু পরিবারের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী আমেনা আক্তার এমন কথা জানায়। এরই মাঝে হৈ চৈ, নাচ, গান, কবিতা আবৃত্তি আর কানামাছি, গোল্লাছুট খেলা তো ছিলই। পরে যখন ক্লান্তি এসে ওদের দেহে ভর করে তখন নানা স্বাদের হরেক রকম খাবার তাদের সামনে হাজির।

অনাথ এসব শিশুর সঙ্গে যোগ দেন সমাজসেবা অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এবং শিশু পরিবারের তত্ত্বাবধায়ক ফারহানা আমিন।

মন্তব্যসাতদিনের সেরা