kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৯ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেকাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় কুলসুম বেগম নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম কাশিয়ানীর সাহেবের চর গ্রামের মৃত মোসলেম শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ওই বৃদ্ধা রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা