kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

চলন্ত পিকনিক বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৯ ১৯:২৭ | পড়া যাবে ২ মিনিটেচলন্ত পিকনিক বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত পিকনিক বাসের ছাদ থেকে পড়ে বুলবুল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মো. আলিফ (১৯) নামের আরেক যুবক গুরুতর আহত হন। স্থানীয় আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার চাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবক বুলবুল জয়পুরহাট জেলার পাঁচবিবি ফেসকারহাট এলাকার আপিল উদ্দিনের ছেলে এবং আহত আলিফ একই এলাকার স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার দুপুরে ১টায় নবাবগঞ্জ উপজেলার  ইসলামপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার চাকী জানান, পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের স্থানীয় লোকজন ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস নবাবগঞ্জের স্বপ্নপূরীতে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি স্বপ্নপূরীর কাছাকাছি গ্রাম ইসলামপুর মোড় এলাকায় বাঁক ঘোরার সময় বাসের ছাদে থাকা দুই যুবক মাটিতে পড়ে যায়। পরে ওই বাসে থাকা লোকজন তাকে দ্রুত পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার গুপ্ত জানান, নিহত বুলবুল ঘটনাস্থলেই মারা গেছে। তার মাথার সামান্য আঘাত লেগে কেটে গেছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

মন্তব্যসাতদিনের সেরা