kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন হস্তান্তর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৯ ১৯:০০ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন হস্তান্তর

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দকৃত একটি ডিজিটাল এক্স-রে মেশিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাগুয়া গ্রামে এমপি বাবেলের বাড়িতে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মফিজুল হক, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুসসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আমাদের একটি অ্যানালগ এক্স-রে মেশিন আছে। কিন্তু অ্যানালগ মেশিনে এক্স-রে ঝাপসা ও অস্পষ্ট হওয়ার কারণে অনেক সময় রোগের যথাযথ ব্যবস্থাপত্র দেওয়া যায় না। ফলে রোগীকে বাধ্য হয়ে রেফার করতে হতো। এখন ডিজিটাল এক্স-রে মেশিন পাওয়ায় এ সমস্যা থাকবে না।

মন্তব্যসাতদিনের সেরা