kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

ডেঙ্গুতে মারা গেলেন রমনা পার্কের পরিচ্ছন্নতাকর্মী

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ১৩:৪৩ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে মারা গেলেন রমনা পার্কের পরিচ্ছন্নতাকর্মী

গোপালগঞ্জে গিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ঢাকার রমনা পার্কের এক পরিচ্ছন্নতাকর্মীর। ঈদের দিন গতকাল সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম রাসেল। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের সেলিমের ছেলে। ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাসেল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। প্রথমে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ১০ আগস্ট তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা যান তিনি।

এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় চারজনের মুত্যু হলো। 

মন্তব্যসাতদিনের সেরা