kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

ক্রেতার অভাবে মাটিতে পুতে ফেলা হচ্ছে কোরবানির চামড়া

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ০৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটেক্রেতার অভাবে মাটিতে পুতে ফেলা হচ্ছে কোরবানির চামড়া

কোরবানির পশুর চামড়ার দাম নেই একেবারেই। সারাদিন অপেক্ষার পরেও কোনো ক্রেতা মেলেনি। এ অবস্থায় পশুর মূল্যবান চামড়া মাটিতেই পুতে ফেলছেন কোরবানিদাতারা।

উত্তরাঞ্চলের নীলফামারী জেলাতে গতকাল সোমবার ঈদুল আজহার দিনে এমন ঘটনা ঘটেছে।

কোরবানিদাতারা বলছেন, ক্রেতা না মেলায় বাধ্য হয়ে অনেকে মাটিতে গর্ত করে গরু ও খাসির চামড়া পুঁতে ফেলতে হচ্ছে।

সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা