kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ভ্যানচালক মানিকের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    

১২ আগস্ট, ২০১৯ ২১:১০ | পড়া যাবে ১ মিনিটেঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ভ্যানচালক মানিকের

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মানিক (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত মানিক উপজেলার জামালপুর গ্রামের আবু জাফরের পুত্র।

ঈদের দিন আজ সোমবার সকাল ৯টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলা নয়মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন ভ্যানচালক মানিক। এ সময় অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। বাদআছর নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

থানার পুলিশ ইন্সপেক্টর আবুল কালাম আজাদা জানান, সড়ক দুর্ঘটনার খবর আমার জানা নেই।

মন্তব্যসাতদিনের সেরা