kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি

খুলনায় একমঞ্চে আ. লীগ-বিএনপি নেতাদের প্রতিশ্রুতি

খুলনা অফিস   

২৩ জুলাই, ২০১৯ ২২:৪৫ | পড়া যাবে ২ মিনিটেখুলনায় একমঞ্চে আ. লীগ-বিএনপি নেতাদের প্রতিশ্রুতি

গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ (সংশোধিত) অনুযায়ী ২০২০ সালের মধ্যে মূল দলের সব পর্যায়ের কমিটিতে বাধ্যতামূলক ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনার আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। 

গতকাল মঙ্গলবার একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা আঞ্চলিক কার্যালয় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় রাজনৈতিক দলের মূল কমিটিতে নারী অন্তর্ভুক্তি বিষয়ক গোলটেবিল বৈঠকে নেতারা এ প্রতিশ্রুতি দেন। সে সময় আওয়ামী লীগের ৫৭০ জন ও বিএনপির ৮৫০ জন নারী নেত্রীর তালিকা তাদের হাতে তুলে দেওয়া হয়।

বৈঠকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমান সময়ে গুটিকয়েক নারীর মধ্যে রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে। নতুন নেতৃত্বের বিকাশ নেই বললেই চলে। এ অবস্থায় মূল দলে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করতে নতুন কর্মী সংগ্রহ করে নিজেদের আরো সংগঠিত করতে হবে। নিজেদের যোগ্যতার ভিত্তিতেই তাদের দলে আসতে হবে। 

নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, মূল দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের স্থান করে দেওয়ার ব্যাপারে গুরুত্ব কম ছিল। নারীর নেতৃত্ব বিকাশে সচেতন হওয়া প্রয়োজন। দ্রুতই বিষয়টি দলীয় ফোরামে তোলা হবে।

অনুষ্ঠানে নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহিলা দলের নগর সভাপতি রেহেনা ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা