kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

বেনাপোলে হুন্ডির টাকাসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২৩ জুলাই, ২০১৯ ২২:০৭ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে হুন্ডির টাকাসহ পাসপোর্টযাত্রী আটক

যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও দুটি নতুন মোবাইলসহ আবু সাহেদ (৪৫) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। আটক সাহেদ খুলনা জেলার দিঘলিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং-ইউ-০৬৭৩১৯৪।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিং পয়েন্টে অবস্থান নেয়। এ সময় আটক আবু সাহেদ বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে।

পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও দুইটি নতুন ভারতীয় মোবাইল পাওয়া যায়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা