kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

শ্রীনগরে বঁটির কোপে বাবা খুন, ছেলে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৩ জুলাই, ২০১৯ ০৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীনগরে বঁটির কোপে বাবা খুন, ছেলে আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে শাহেদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বাবাকে হত্যার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসানকে (২৭) আটক করেছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, প্রতিদিনের মতো গতকাল ফজরের নামাজের পর শাহেদ আলী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ওষুধ খাওয়ানোর কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিদ হাসান বঁটি দিয়ে শাহেদ আলীর গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহেদ আলী। তারা আরো জানায়, মানসিক রোগে আক্রান্ত জাহিদ হাসানের অনেক দিন ধরেই চিকিত্সা চলছে। 

 শ্রীনগর থানার ওসি ইউনুস আলী জানান, বাবা হত্যার অভিযোগে জাহিদ হাসানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসাতদিনের সেরা