kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

নির্বাচন-সন্ত্রাসে নিহত আনসার সদস্যের পরিবার পেল চেক

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২২ জুলাই, ২০১৯ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচন-সন্ত্রাসে নিহত আনসার সদস্যের পরিবার পেল চেক

নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মো. নুরনবীর পরিবারের মাঝে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ৫ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।

১৩ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ডেন্ট আশিষ কুমার ভট্রাচার্য এর সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক ও রেঞ্জ কমান্ডার ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

নিহত আনসার সদস্য নুরনবী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

মন্তব্যসাতদিনের সেরা