kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

জনমনের ভয় কাটাতে গফরগাঁওয়ে পুলিশের মাইকিং

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২২ জুলাই, ২০১৯ ১২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেজনমনের ভয় কাটাতে গফরগাঁওয়ে পুলিশের মাইকিং

ময়মনসিংহের গফরগাঁওয়ে পদ্মা সেতুকে জড়িয়ে বিভ্রান্তিকর মিথ্যে গুজব ও জনমনের ভয়-আতঙ্ক কাটাতে এলাকায় মাইকিং করা হচ্ছে। আজ সোমবার গফরগাঁও ও পাগলা থানা পুলিশের উদ্যোগে এ মাইকিং করা হয়।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মহল পদ্মা সেতুকে জড়িয়ে সারা দেশে মাথা কাটা, ছেলে ধরা গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটায়। এতে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটে। এর জের ধরে গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় নিরীহ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পরে। জনমনের ভয়-আতঙ্ক কাটাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যে, বিভ্রান্তিকর গুজবে কান দিয়ে গণপিটুনির নামে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন এবং দ্রুত থানা পুলিশকে জানান মাইকিং করে সেই অনুরোধ করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা