kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

জগন্নাথপুরে পুলিশের ব্যাপক প্রচারণা

গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ২০:২২ | পড়া যাবে ১ মিনিটেগুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না

‘গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না' এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সতর্কীকরণ প্রচারণা শুরু হয়েছে। আজ রবিবার জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এমন প্রচারণা করা হয়।

পুলিশ জানায়, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনস্বার্থে আমরা মাইকিং করে প্রচারণা শুরু করেছি। তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারী অপরাধ।

মন্তব্যসাতদিনের সেরা