kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে ডুবে জুবায়ের মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ জুলাই) বিকেলে বাড়ির পাশের বন্যার পানি থেকে শিশু জুবায়েরের  ভাসমান মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুবায়ের উপজেলার কৈলাটি ইউনিয়নের রানীগাঁও গ্রামের দিনমজুর মজিবুর মিয়ার ছেলে। ঘটনার দিন দুপুরে নিখোঁজ হয় সে।

নিহতের চাচা ছোবাহান জানান, রবিবার দুপুরে জুবায়ের খেলার ছলে নিখোঁজ হয়। পরে বিকেলে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে বের হলে বাড়ির পাশে বন্যার পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করি।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা