kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ জোহরা বেগম নামে এক নারীকে আটক করেছে নবগঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫। তার কাছ থেকে ২৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত পুরাতন রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলমের স্ত্রী। গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।

র‍্যাব ১৫, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১, টেকনাফ ক্যাম্পের কম্পানি কমান্ডার লে. (নৌবাহিনী) মির্জা শাহেদ মাহতাব (এক্স, পিপিএম, বিএন) জানান, লেদা অনিবন্ধিত পুরাতন রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলমের ঘরে ইয়াবা মজুদের গোপন সংবাদে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২৯৬০ পিস ইয়াবাসহ তার স্ত্রী জোহরা বেগমকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা।

মির্জা শাহেদ মাহতাব আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা