kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

কক্ষে আটকিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি, অধ্যক্ষ বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ১২:৪৫ | পড়া যাবে ৩ মিনিটেকক্ষে আটকিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি, অধ্যক্ষ বরখাস্ত

মির্জাপুর মহিলা কলেজ, ইনসেটে অভিযুক্ত ও বরখাস্তকৃত অধ্যক্ষ

টাঙ্গাইলের মির্জাপুরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মহিলা কলেজের সেই আলোচিত অধ্যক্ষ হারুন অর রশিদকে চূড়ান্ত বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পরিষদ। এর আগে তাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে চূড়ান্ত বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কুমার সাহা জানিয়েছেন। 

জানা গেছে, গত বছর ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজের একটি কক্ষে আটকিয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে অধ্যক্ষ শ্লীলতাহানি করেন। এ সময় ওই দুই ছাত্রীর চিৎকার শুনে এক ছাত্রীর মা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। 

ঘটনার দিন নির্জন কলেজ মাঠে কলেজসংলগ্ন বাড়ির কয়েকজন শিশু-কিশোরী কলেজ মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। কলেজের অধ্যক্ষ মাঠে থাকা কয়েকজন মেয়েশিশুকে কলেজ দেখানোর কথা বলে ডেকে ভবনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাদের বিস্কুট খাইয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ওই দুই ছাত্রীকে কক্ষে রেখে সবাইকে বের করে দেন। পরে দরজা আটকিয়ে ওই দুই ছাত্রীকে জড়িয়ে ধরে তাদের স্পর্শকাতর অঙ্গে হাত দিতে থাকেন। এ সময় তারা চিৎকার করলে এক ছাত্রীর মা এগিয়ে এসে কলেজের প্রধান ফটকে তালা দেখতে পান। পরে কলেজের অফিস করনিক এরশাদ আলী গেটের তালা খুলে দেন। এরপর ওই ছাত্রীর মা কলেজের একটি কক্ষ থেকে লুঙ্গি পরা খালি গায় কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বের হতে দেখেন। পরে স্থানীয় লোকজনকে নিয়ে দুই ছাত্রীকে উদ্ধার করেন।

পরে ওই দুই ছাত্রীর অভিভাবক এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের নিকট লিখিত অভিযোগ করেন। বিষয়টি টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নজরে আসলে তিনি তদন্তের নির্দেশ দেন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত ২৪ জুন মহিলা কলেজ পরিচালনা পরিষদের এক সভা শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কলেজের অভিযুক্ত অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত এবং ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। 

অভিযুক্ত অধ্যক্ষ হারুন অর রশিদ কারণ দর্শানোন নোটিশের জবাব দিলে গত ১৬ জুলাই কলেজ পরিচালনা পরিষদের সভায় সে বিষয়ে আলোচনা হয়। অভিযুক্ত অধ্যক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় ওই সভায়ই তকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন। বরখাস্তের চিঠি অভিযুক্ত অধ্যক্ষ হারুন অর রশিদকে পৌছে দেওয়া হবে বলে তারা জানান।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একটি মেয়েকে ডেকে নিয়ে ওই অধ্যক্ষ তার কক্ষে আটকিয়ে শ্লীলতাহানি ঘটিয়েছিল। এ ছাড়া ওই অধ্যক্ষ কলেজের ছাত্রীদের সাথে অহরহ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলেও লোকলজ্জায় তারা অভিযোগ করেননি। তবে এসব কারণে অনেক অভিভাবক তাদের মেয়েদের কলেজ থেকে অন্যত্র নিয়ে গেছেন বলেও স্থানীয়রা জানান।

মন্তব্যসাতদিনের সেরা