kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

১০টি সড়কের ৬ কিলোমিটার ভাঙা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ১১:৫৯ | পড়া যাবে ২ মিনিটে১০টি সড়কের ৬ কিলোমিটার ভাঙা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় গ্রামীণ ১০টি সড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া এসব সড়কের বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি সড়কে কোনো কোনো অংশ একেবারেই ভেঙে গেছে। ভেঙে যাওয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কমলগঞ্জ এলজিইডি সূত্রে জানা যায়, বন্যায় ভানুগাছ-চৈতন্যগঞ্জ সড়কের রামপাশা এলাকায় প্রায় ১০০ মিটার সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে। এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ভানুগাছ- সরইবাড়ি সড়কে ৯০০ মিটার, আদমপুর-ভানুগাছ-ইসলামপুর সড়কে ২০০ মিটার, আদমপুর-আদকানী বাজার-কাউয়ারগলা সড়কে ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস-ভানুবিল-জাঙ্গালিয়া-মঙ্গলপুর সড়কে ১ হাজার মিটার, গোলেরহাওর-ইসলামপুর অফিস সড়ক ১০০ মিটার, আলীনগর চৌমোহনী-পূর্ব কালীপুর সড়কের ২০০ মিটারসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কগুলোর বিভিন্ন অংশের বিটুমিন ও পাথর উঠে গেছে। কোথাও কোথাও সড়কের ৫-১০ ফুট অংশ ঢলের পানিতে ভেঙে গেছে। সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্ত। কোনো কোনো সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার অন্তত ২৫টি গ্রামের বাসিন্দারা যাতায়াত সমস্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বন্যায় উপজেলায় এখনো পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে দেড় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। তিনি বলেন, সব এলাকা থেকে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

মন্তব্যসাতদিনের সেরা