kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

সীতাকুণ্ডে সাগরে ভেসে এলো যুবকের অর্ধগলিত লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৯ ০৩:০৮ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে সাগরে ভেসে এলো যুবকের অর্ধগলিত লাশ

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সাগর উপকূল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫। তবে তাকে শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, লাশটি সাগর থেকে জোয়ারের পানিতে ভেসে উপকূলে চলে আসে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। ওই যুবকের পড়নে প্যান্ট ও শার্ট ছিল। মৃতদেহটি অর্ধগলিত। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

মন্তব্যসাতদিনের সেরা