kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ জুলাই, ২০১৯ ১০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শিবরামপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে গেলে দুই শ্রমিক নিহত এবং পাঁচ শ্রমিক আহত হন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল আলম দুলাল জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ওই স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে পড়েছিল। পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ কানাইপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা