kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর   

২০ জুলাই, ২০১৯ ০০:৪৩ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে বন্যার পানিতে ডুবে শিশু এ্যানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মনির ডোহর মহল্লার মো. এনামুল হকের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবারিষা এলাকায় বন্যার পানি এসেছে। মৃত শিশুর বাড়ির পাশেই বিল। শুক্রবার ৬টার দিকে শিশুটি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিলের পাশ দিয়ে আসতে থাকা পাট শ্রমিকরা শিশুটির দেহ পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে শিশুটির পরিচয় নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা