kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২০ জুলাই, ২০১৯ ০০:২৮ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

মুক্তিযোদ্ধা আবু সাঈদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা আবু সাঈদ (৬৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাদিক আহত হয়েছে। নিহত সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সদর উপজেলার আলোকদিয়ার ছাব্বিশা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, নিহত মুক্তিযোদ্ধা আবু সাঈদ সিরাজগঞ্জের গোনোরগাতীতে ক্রসবার বাঁধ ও যমুনায় বন্যার পানি দেখে ৮ বছরের ছেলে সাদিককে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আলোকদিয়ার ফিরছিলেন।

সন্ধ্যায় দিকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের ফকিরতলা নামক স্থানে একইমুখি কাজিপুরগামী দ্রুতগতির সিএনজি চালিত একটি অটোরিকশা চাপা দিলে সে অটোরিকশার নিচে চাপা পড়ে মাথা ও চোখে আঘাত পান।

আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তিযোদ্ধা সাঈদের ছেলে সাদিক (৮) দারুস সালাম একাডেমীতে ২য় শ্রেণী এবং মেয়ে সাদিয়া স্থানীয় আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলের ৯ম শ্রেণীতে পড়ালেখা করে। 

মন্তব্যসাতদিনের সেরা