kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

অভয়নগরে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক আহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২০ জুলাই, ২০১৯ ০০:২১ | পড়া যাবে ১ মিনিটেঅভয়নগরে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক আহত

ছবি : কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে নির্মাণাধীন ভবনের ধসে পড়া দেয়ালের নিচ থেকে শহিদুল লস্কর (৪০) নামের এক নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামের বোয়ালমারী ব্রিজ সংলগ্ন কামরুল ইসলামের নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের সময় তার নের্তৃত্বে সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আধুনিক যন্ত্রপাতী ব্যবহার করে ধসে পড়া দেয়ালের নিচ থেকে একজন নির্মাণ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, এ ঘটনার পর থেকে আহত নির্মাণ শ্রমিকের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন ভবন মালিক। 

মন্তব্যসাতদিনের সেরা