kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৯ ১৮:২৩ | পড়া যাবে ১ মিনিটেকেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় জুবেদা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের কমলপুর এলাকায়। নিহত জুবেদা আক্তার পৌরসভার কমলপুর গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে জুবেদা আক্তার উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের কমলপুর এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
 
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মোটরসাইকলেটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা