kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

উল্লাপাড়ায় ট্রেন থেকে নদীতে পড়া নিখোঁজ রেলযাত্রীর লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৯ ১৬:১০ | পড়া যাবে ১ মিনিটেউল্লাপাড়ায় ট্রেন থেকে নদীতে পড়া নিখোঁজ রেলযাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার ৫০ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১০টায় উল্লাপাড়ার করতোয়া নদীতে সোনতলা সড়ক সেতুর নিকট থেকে ভাসমান রেলযাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল ৮টায় ঈশ্বরদী থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের ছাদে ভ্রমনকারী অজ্ঞাত এই পুরুষ যাত্রী উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল দীর্ঘ সময় ধরে ওই যাত্রীকে উদ্ধারের অভিযান চালিয়ে ব্যর্থ হন। 

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক নুরে আলম জানান, সকাল ১০টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নিখোঁজ ওই রেলযাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই যাত্রীর কোনো পরিচয় জানা যায়নি। যাত্রীর পরনে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। লাশটি প্রায় অর্ধগলিত বলে উল্লেখ করেন নুরে আলম। 

মন্তব্যসাতদিনের সেরা