kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

ঘাটাইলে বজ্রপাতে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৯ ০১:২৫ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে বজ্রপাতে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থানে বজ্রপাতে এক কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নবরত্নবাড়ি গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তার বাবার নাম আব্দুল ছালাম। একই সময় বন্ধুদের সাথে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনি মারা যান। তিনি উপজেলার মধ্যকর্ণা গ্রামের আবু হানিফের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

মন্তব্যসাতদিনের সেরা