kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

নওগাঁয় বজ্রপাতে এক বৃদ্ধা নিহত

নওগাঁ প্রতিনিধি   

১৮ জুলাই, ২০১৯ ১৭:০৫ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় বজ্রপাতে এক বৃদ্ধা নিহত

নওগাঁয় বজ্রপাতে রেনুকা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় আরো এক গৃহবধূ আসমা বেগম (৩৫) আহত হয়েছেন। তাক উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত রেনুকা বেগম সদর উপজেলার বররুনকান্দি এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, সকাল থেকে বাড়ির পাশে রাস্তায় কাজ করছিলেন বৃদ্ধা রেনুকা ও গৃহবধূ আসমা বেগম। আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এক সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হন। এ সময় গৃহবধূ আসমা আহত হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা