শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের ক্ষেতলালে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে ভাসমান খাদ্য বিক্রেতাদের মাঝে নিরাপদ খাদ্যভ্যান বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উন্মুক্ত খাদ্য বিক্রেতাদের মাঝে এ ভ্যান বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলসহ অন্যরা। এর আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও হোটেল রেস্তোরা মালিকদের সাথে মতবিনিময় করে ধুলাবালিমুক্ত খাবার বিক্রির জন্য বিনামূল্যে তাদের মাঝে প্লাস্টিকের স্বচ্ছ বাক্স বিতরণ করা হয়েছে।
মন্তব্য