kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

চান্দিনায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৯ ২২:৪১ | পড়া যাবে ১ মিনিটেচান্দিনায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার চান্দিনায় এইচএসসি পরীক্ষায় ফেল করে রাজিব চক্রবর্তী (২০) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়ির পড়ার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে।

নিহত রাজিব চক্রবর্তী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের বাড়ই পাড়া এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। সে চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে বাণিজ্য বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বুধবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর রাজিব চক্রবর্তী অকৃতকার্য হলে সন্ধ্যায় নিজ ঘরে আত্মহতা করে। পরপর তিন বার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তার পরিবার ও এলাকাবাসী।

মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের জানান, রাজিব চক্রবর্তী এবারের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করে ফেল করেছে। রাতে জানতে পারলাম সে আত্মহত্যা করেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, বিষয় শুনেছি। বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে দেখবো।

মন্তব্যসাতদিনের সেরা