kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

গোমস্তাপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৯ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেগোমস্তাপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সাজিদ ওই গ্রামের সালাউদ্দিন আলীর ছেলে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সাজিদ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পনিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা