kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

শনিবার ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ৫০ এ পা

নিজম্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ জুলাই, ২০১৯ ১৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেশনিবার ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ৫০ এ পা

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হবে। আগামী শনিবার বিকেলে ফরিদপুর শহরের স্বাধীনতা চত্বরে আনন্দ শোভাযাত্রা ও সুবর্ণজয়ন্তীর বর্ষব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে। পরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

উদ্বোধনী দিনের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক। এ ছাড়া বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন, আলাওল সাহিত্য পুরস্কার প্রদান, কবি জসীমউদ্দীন পদক প্রদান, লেখক প্রশিক্ষণ কর্মশালা, মাসিক সাহিত্য সভা, সাহিত্য পত্রিকা প্রকাশন, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা এবং বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলাসহ বিভিন্ন আয়োজন।

মন্তব্যসাতদিনের সেরা