kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

সাভারে ঘর থেকে শিশু উধাও!

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৭ জুলাই, ২০১৯ ০৩:০৫ | পড়া যাবে ১ মিনিটেসাভারে ঘর থেকে শিশু উধাও!

সাভারের পৌর এলাকার বক্তারপুরে গত সোমবার গভীর রাতে মহিমা (২) নামের এক শিশু উধাও হওয়ার ঘটনা ঘটেছে। 

মহিমার বাবা রানা ইসলাম জানান, রাত আড়াইটার দিকে মহিমার মা মামুনা আক্তার বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মহিমাকে বিছানায় দেখতে না পেয়ে চিত্কার শুরু করে। সে সময় ঘরের দরজা খোলা ছিল। পরে আশপাশে অনেক খুঁজেও মহিমাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, যে লোকেশন থেকে চুরির কথা বলা হচ্ছে, আসলে সেখানে সেই সুযোগটা নেই। সম্ভবত পরিবারের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা