kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

চন্দনাইশে বন্যায় আউশ ধানের বীজতলা নষ্ট

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৯ ০১:০০ | পড়া যাবে ১ মিনিটেচন্দনাইশে বন্যায় আউশ ধানের বীজতলা নষ্ট

চট্টগ্রামের চন্দনাইশে টানা আট দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধানের বীজতলার। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সবজিক্ষেত। বিভিন্ন শাক-সবজির বাগান সমূলে নষ্ট হয়ে গেছে।

জানা যায়, শঙ্খ নদের পানি বিপত্সীমা অতিক্রম করে দোহাজারী, খাগরিযা, বরমা ও বৈলতলী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকদের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর মৌসুমি সবজি বেগুন, মুলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, শসা ও ঢেঁড়সক্ষেতের চারা কিছুটা নড়বড়ে হয়েছে।

উপজেলার দোহাজারী চাগাচর এলাকার কৃষক আলাউদ্দীন জানান, তিনি পাঁচ কানি জমিতে আউশ ধানের জন্য বীজতলা বপন করেন। বৃষ্টির পানি বীজতলায় জমে থাকায় পুরো বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে আউশ ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। এ রকম শত শত কৃষক বীজতলা নষ্ট হওয়ায় আউশ ধান রোপণের আশা হারিয়ে ফেলেছে।

মন্তব্যসাতদিনের সেরা