kalerkantho

হাটহাজারীতে তিন ‘প্রতারককে’ গণপিটুনি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৯ ০০:৫৭ | পড়া যাবে ২ মিনিটেহাটহাজারীতে তিন ‘প্রতারককে’ গণপিটুনি

প্রতারণার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের ব্যবহূত প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ছিপাতলী ইউনিয়নের বড় হুজুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

পিটুনির শিকার ব্যক্তিরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিত্সাধীন। তাঁরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া থানার আদু নগর গ্রামের আব্দুল মালেক (৬০), পদুয়া মৌলভিপাড়ার নুর কবির (২৮) ও আদু নগর গ্রামের নুরুল ইসলাম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে প্রাইভেট কারযোগে মালেক, নুর, কবির ও অন্য এক যুবক হাটহাজারী উপজেলা পরিষদের সামনে আসে। তাঁরা তাবিজ দেওয়ার কথা বলে পথচারী এক নারীর কাছ থেকে ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ওই নারীকে সামনের দিকে চল্লিশ (৪০) কদম হাঁটতে বলা হয়। ভুক্তভোগী নারী চার-পাঁচ কদম হেঁটে পেছনে তাকিয়ে দেখে, ওই ব্যক্তিরা প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাচ্ছে। 

এ সময় ওই নারী চিত্কার দিলে স্থানীয় যুবকরা মোটরসাইকেল নিয়ে ওই ব্যক্তিদের পিছু নেয়। পরে ছিপাতলী বোয়ালিয়া মুখ এলাকায় ওই ব্যক্তিদের ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় ‘প্রতারকদের’ ব্যবহূত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১৩-৮৬৪০) পুড়িয়ে দেওয়া হয়। পরে ওই ব্যক্তিদের চমেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা