kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

পতেঙ্গায় ওয়াকওয়ে ধসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    

১৭ জুলাই, ২০১৯ ০০:৫০ | পড়া যাবে ১ মিনিটেপতেঙ্গায় ওয়াকওয়ে ধসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

নগরের পতেঙ্গায় আউটার রিং রোডের ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) ধসে পড়ার কারণ জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের চার দিন পর অবশেষে তদন্ত কমিটি গঠিত হলো। 

চট্টগ্রাম শহর রক্ষায় নির্মাণাধীন উপকূলীয় বাঁধ-কাম আউটার রিং রোডের ওয়াকওয়ের কয়েকটি অংশ গত ১৩ জুলাই ধসে পড়ে। এর কারণ জানতে চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদ হোসাইন খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবকে সদস্যসচিব এবং নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড কর্মকর্তা মনজুর হাসানকে সদস্য করা হয়েছে। সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা