kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

'ফরিদপুরবাসী'র উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৬ জুলাই, ২০১৯ ১৩:৫৫ | পড়া যাবে ১ মিনিটে'ফরিদপুরবাসী'র উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে 'ফরিদপুরবাসী' এর উদ্যোগে বিভিন্ন ধরনের গাছ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ মঙ্গলবার শহরের গোয়ালচামট এলাকার মহিম ইনস্টিটিউশনে কৃষ্ণচূড়া, জারুল, শিউলি, কদম, আমড়া, কাঠ-বাদাম, হরিতকি, বহেরা ও বিলম্বিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরবাসীর প্রধান সমন্বয়ক হোসনে আরা হান্নান, মাসুদা বুলু, অমিত মনোয়ার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সঞ্জয় সাহা প্রমুখ। 

এ ছাড়া গত কয়েকদিনে মুসলিম মিশন, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেড়শতাধিক গাছ রোপণ করা হয়েছে। 

ফরিদপুরবাসী এর প্রদান সমন্বয়ক হোসনে আরা হান্নান বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে এবং গাছ রোপণে উৎসাহ দিতে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা